ফারহানা আনন্দময়ী: শামিল হয়ো না ধ্বংসের মিছিলে,
হাতে হাত বাঁধো, প্রতিরোধে গর্জে ওঠো দৃপ্ত প্রতিবাদে ।
সিমি, রুমী, সিনথিয়া…
তুমি তো নির্মাণের কারিগর
তবে কেনো এই আত্মহনন,
কেনো এই বিনাশী গান ?
তোমার হাতে থাকুক মিছিলের প্রতিবাদী ব্যানার,
তুমি হয়োনা মিছিলের স্লোগান / নিজেকে দহন করে নয় আগুন জ্বালো জীবনে জীবন ঘষে,
সিলিং’এর আশ্রয়ে কিংবা মাটির ব্যবধানে মুক্তি নয়…
শক্ত মাটি ছুঁয়ে গাও চির হরিৎ’এর গান ।
হেরে যাওয়ার কাছে হেরে যাওয়া নয়
নরকের কীটগুলো পুড়তে থাকুক
তোমার আগুন ঝরা নিঃশ্বাসে / বন্ধ করো অন্ধকারে যাত্রা দৃষ্টি মেলো সামনে,
দেখো আলোর মশাল জ্বালিয়ে অপেক্ষায় আমরা…
প্রতিবাদের একক ভাষাকে আর পুকুরের শান্ত জলে
বুদবুদের মতো মিলিয়ে যেতে দেবো না ।
হবো জলোচ্ছাস……
ভাসিয়ে নেবো অন্যায়ের শেষ বসতি,
বসতি’র নির্লিপ্ত বিবেক।।
(উত্যক্তকারীর প্ররোচনায় আত্মহননের শিকার সিনথিয়া’দের উদ্দেশ্যে)
০৮.০৯.২০১৪