উইমেন চ্যাপ্টার ডেস্ক (১০ জুন): আজ সোমবার জাতীয় সংসদে বক্তব্য দেয়ার সময় বিএনপির সাংসদ মওদুদ আহমদ বলেছেন, ‘জাতীয় সংসদে থাকতে চাই, কিন্তু পরিবেশ কার্যকর রাখতে হবে। এটা নির্ভর করবে স্পিকারের ওপর।’
তিনি আরো বলেন, ‘স্পিকার সতর্ক হলে বাকি মেয়াদের শেষ দিন পর্যন্ত বিএনপি সংসদে অংশ নিতে পারবে।’
এর আগে বক্তব্যের শুরুতে তিনি পাটমন্ত্রীর দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।
পূর্বের সাড়ে চার বছর সংসদ অকার্যকর ছিলো উল্লেখ করে বলেন, ‘তাঁরা অশ্লীল বক্তব্য দিয়ে পরিবেশ নষ্ট করেছেন। এ কারণে আমরা আসিনি।’ তিনি খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে নিয়ে কটুক্তি না করার আহ্বান জানান। আগামীতে এমন করা হলে পালটা জবাব দেয়া হবে বলেও হুমকি দেন তিনি।
বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘এই বাজেটে অতিদরিদ্রদের কোন উন্নতি হবেনা। এটি গরিবকে আরো গরিব করবে।’
এসময় তিনি সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে ব্যার্থ হিসেবে অভিহিত করে বলেন, ‘কোন ক্ষেত্রেই সরকার সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি। বাজেট শুধু আয় ব্যায়ের খতিয়ান নয়, সুশাসনের আয়নাও।’