উইমেন চ্যাপ্টার: আন্তর্জাতিকভাবে সম্মানে ভূষিত হলো ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি ‘ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড ফর কোয়ালিটি’ (আইএসএকিউ) এর জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভাতে এই পুরস্কার প্রদান করা হবে।
প্রতিষ্ঠানটির নেতৃত্ব, বিশেষত্ব এবং শ্রেষ্ঠত্বে যে অবদান রেখেছে তার স্বীকৃতি স্বরূপ ‘বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেকশনস (বিআইডি)’ গোল্ড ক্যাটাগরিতে সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এই বিশেষ সম্মানটি কোয়ালিটি হান্টারস নেতৃবৃন্দ এবং উদ্যোক্তাগণের ব্যাপক বিশ্লেষণ এবং গবেষণার উপর ভিত্তি করে প্রদান করা হচ্ছে। বিআইডি বিগত ১০ মাসে ১১৮টি দেশের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানসমূহকে নিয়ে বিভিন্ন সম্মেলনের আয়োজন করে।
এই সময়ে অংশগ্রহণকারী বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞগণ ‘লিডারশিপ কোয়ালিটি এন্ড এক্সিলেন্স’ ক্যাটাগরিতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজকে ভোট প্রদান করেন। বিশ্বের একশ’ কোয়ালিটি ম্যানেজমেন্ট মডেল—এই মানদণ্ডের উপর ভিত্তি করে আইএসএকিউ কমিটি গোল্ড ক্যাটাগরিতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজকে নির্বাচিত করা হয়েছে।