পুরুষ, তোমাকে শুনতে চাই

Suchitra Senমাসকাওয়াথ আহসান: কী বলবো আর, শোনার ধৈর্য্য কী তোমার আছে!

অস্থির সময়ের মিষ্টি পাখিরা আজকাল জতুগৃহ রচে।

ক্ষমতায়নের নতুন ডার্ক আই শ্যাডোতে ভাল লাগা নাচে,

এক আধটু রবীন্দ্র সংগীত শুনে আড়ং-এ গেলে টাকা পয়সা কী আর বাঁচে!…

 

টকশোতে মুকাভিনেত্রীর মতো প্লাস্টার অফ প্যারিস মেখে এলে শোবিজ ধাঁচে।

হঠাত হঠাত তোমার চিৎকার, তারপর ফেলে দেয়া অভিমানের প্যাঁচে।

মা দুর্গার মত দশ হাত ছিলো আমাদের মায়েদের যুগে সেসব ফেলে এসেছি পিছে।

সুচিত্রা সেনকে আর খুঁজে পাইনা কাজল দেয়া হরিণ চোখের; অপেক্ষাই হলো মিছে।

 

তুমি ভালো খুব ভালো, কিন্তু কী এক বিচ্ছিন্নতার আগ্রহ তোমাকে পেয়ে বসেছে,

কয়েকছত্র প্রাণের পত্র লিখে আঁতকে উঠি; কে এসে ঘাড় মটকে দেয়; এই সেরেছে!

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.