উইমেন চ্যাপ্টার: মাইক্রোসফট বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে গত সোমবার যোগ দিয়েছেন সোনিয়া বশির কবির। এ নিয়োগের মাধ্যমে তিনি পুবুদু বাসনায়েকের স্থলাভিষিক্ত হলেন। এর আগে সোনিয়া বশির কবির ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ছিলেন।
বাংলাদেশে মাইক্রোসফটের মোবাইল (নকিয়া ব্র্যান্ড) ফার্স্ট, ক্লাউড ফার্স্ট কর্মসূচির নেতৃত্ব দেবেন সোনিয়া বশির কবির৷
সাংবাদিকদের তিনি বলেন, মাইক্রোসফট বাংলাদেশের উদ্যমী দলটিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।
তিনি জানান, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে কাজ করে যাবে মাইক্রোসফট বাংলাদেশ। সোনিয়া বশির কবির যুক্তরাষ্ট্রে ওরাকল, সান মাইক্রোসিস্টেমসের মতো প্রতিষ্ঠানে ১৫ বছর কাজ করেছেন। ২০০৫ সাল থেকে তিনি বাংলাদেশের আমরা টেকনোলজিস, মাইক্রোসফট ও ডেলের শীর্ষ পদে থেকে কাজ করেন।