রোজিনাকে অভিনন্দন

Rozinaউইমেন চ্যাপ্টার:  ২০১৪ সালের ‘বাংলাদেশ দুর্নীতি-বিরোধী মিডিয়া পুরস্কার’ (অ্যান্টি করাপশন মিডিয়া অ্যাওয়ার্ড) পেয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম।

রোজিনার এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে জার্মানির বন-এ (Bonn)“ গ্লোবাল মিডিয়া ফোরাম-২০১৪” সেমিনারে বিশেষ অতিথি হিসেবে। আগামী ৩০ জুন থেকে ২ রা জুলাই তিনি অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন সেখানে।

সেমিনারের প্রধান প্যানেলিস্ট হিসেবে “মূল-প্রবন্ধ বক্তা”(Key-Note Speaker) হিসেবে রোজিনা আগামী ২ জুলাই ২০১৪ তারিখে From access to action: Understanding the link between information and participation” বিষয়ের উপরে আলোচনা করবেন।

এর আগেও রোজিনা বেশ কটি পুরস্কার পেয়েছেন। আর দুর্দান্ত রিপোর্টের জন্য প্রায়ই তিনি ইন-হাউজ প্রশংসা পত্রও পেয়ে থাকেন।

রোজিনা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলাদেশ প্রেস ইনস্টিউট, দুর্নীতিবিরোধী কমিশন এবং জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন (জিআইজেড) এই অ্যাওয়ার্ডের আয়োজন করে। অ্যাওয়ার্ড ঘোষণার খবরে রোজিনা বলেন, ‘এই অ্যাওয়ার্ড আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং দুর্নীতি প্রতিরোধ বিষেয়ে রিপোর্টিং অব্যাহত রাখতেও সাহস জোগাবে’।

উইমেন চ্যাপ্টারের পক্ষ থেকে রোজিনার প্রতি রইলো আন্তরিক অভিনন্দন, তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

 

 

 

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.