ফাহিমা কানিজ লাভা: আমার এক বন্ধুর বড়বোন তার ভাইয়ের ক্যাম্পাসে বেড়াতে এসেছিল। বন্ধুটি বড়বোনকে নিয়ে ঘুরে বেড়িয়েছে। বিকেলে আমার কিছু বন্ধু ঐ বন্ধুকে পেয়েই বলে উঠলো-“কিরে মামা, তোর সাথে একটা সুন্দর মেয়েরে দেখলাম?”
আরেক বন্ধু বলল-“তা মালটা কেরে, ভাবী নাকি?”
কিছু বলার আগেই আমার বন্ধুটি লজ্জা পেয়ে বলল-“তোরা এসব কি বলিস? উনি আমার বড়বোন, বেড়াতে এসেছিল।”
শুনে আরেক বন্ধু মাথায় হাত দিয়ে বলল-“ইসরে, বড়বোন!! ছোট হলে তো একটা চান্স নেয়া যাইতো!!”
মেয়েদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি দেখে আমি তো হতবাক!! বললাম- তোরা নাকি শিক্ষিত!! একটা ছেলে-মেয়ে একসাথে ঘুরলেই যে সেটা প্রেম, এমন ভাবতে হবে কেন? আগে এতো বিশ্রী মন্তব্য না করে জিজ্ঞেস করলেই তো হতো- মেয়েটা কে? আর মেয়েরা কি মাল? এমন নিচু দৃষ্টিভঙ্গি তোদের মতো শিক্ষিতদের মুখে শোনার আগে এই জাতি ধ্বংস হয় না কেন?
বন্ধুরা আমাকেই এবার পচাতে লাগলো- আমি নাকি সব কথায় সিরিয়াস হয়ে যাই।
এমন নিচু ও নোংরা দৃষ্টিভঙ্গিসম্পন্ন ফাজলামো করবে আর সেটা মেনে নিতে হবে? এদের কারো বোনকে নিয়ে যদি এমন মন্তব্য করে কেউ, তখন কেমন লাগবে?
আমি জানি, আমার এই বন্ধুটা সেদিন লজ্জা পেলেও দুদিন পর হয়তো সেও আরেকজনের বোন কি প্রেমিকা না জেনেই এমন বিশ্রী মন্তব্য ছুঁড়ে দেবে। তবু এদের শিক্ষা হবে না।
যদি প্রেমিকা বা বউও হয়, তাহলেই বা কেন এমন বাজেভাবে বলবে?
এসব কেমন ভালবাসা, কেমন বন্ধুত্ব, কেমন রুচি, কেমন মূল্যবোধ, কেমন শিক্ষা!!