উইমেন চ্যাপ্টার: বাংলাদেশ তথা এশিয়া মহাদেশে যখন একজন মানুষের লিঙ্গ পরিচয়ই মুখ্য হয়ে উঠে, পিছিয়ে পড়ে জীবনের তাবৎ কর্মকাণ্ড থেকে, ন্যুনতম বাঁচার অধিকার আদায়েও যাদের লড়াই চালিয়ে যেতে হয় আমৃত্যু, সেই তখনই বিশ্বের অন্য কোন প্রান্তে এসব লিঙ্গ-পরিচয়হীন মানুষই হয়ে উঠছেন সমস্ত অনুপ্রেরণার উৎস।
Conchita Wurst নামের অষ্ট্রিয়ার এই নাগরিক এ বছর ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। তিনি একজন না নারী, না পুরুষ (ট্রান্সজেন্ডার)। এটা সম্ভব হয়েছে কারণ তাঁর নিজের রাষ্ট্রসহ ইউরোপের অন্যান্য রাষ্ট্রের আইন তাঁকে প্রথমত ‘মানুষ’ হিসাবে বিবেচনা করে। এসব দেশের শ্রোতা-দর্শকের কাছে তাঁর সঙ্গীত মুখ্য, লিঙ্গ নয়। ছবি: বিবিসি।