
লিসিয়া রনজুলি, গত কয়েক বছর ধরেই মিডিয়ায় আলোচিত ব্যক্তিত্ব, যিনি ইউরোপিয়ান পার্লামেন্টের একজন ইতালিয়ান সদস্য।তবে আলোচনার কারণটি অন্য জায়গায়। তিনি তার পার্লামেন্ট অধিবেশনে আসেন মেয়ে ভিত্তোরিকে কোলে নিয়ে। মেয়ের বয়স যখন ৪৪ মাস মাত্র, তখন থেকেই তাকে নিয়ে পার্লামেন্টে আসছেন লিসিয়া। এটা যে শুধুমাত্র মেয়েকে কাজের সময় কাছে রাখার জন্যই করেছিলেন লিসিয়া, তা নয়। যেসব নারী কাজ আর পারিবারিক জীবনের সাথে বোঝাপড়া করে চলেন, তাদের আরও অধিকার দেয়ার লক্ষ্যেই তিনি এই প্রতীকী আন্দোলন করে যাচ্ছেন।
এখানে পুরো ছবিটি ছোট্ট ভিত্তোরির বিভিন্ন সময়ে মায়ের সাথে অফিস করারই মূহূর্ত। ভিত্তোরি সেইসব ভাগ্যবানদের একজন যে কিনা ২০১০ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ১৯ নভেম্বর পর্যন্ত মায়ের সাথে নিয়মিত অধিবেশনে যোগ দিয়েছে। সবাই আশা করছেন, এভাবেই হয়তো একদিন সে নিজেই একটা অফিস পরিচালনার ক্ষমতা অর্জন করে নেবে। সেই প্রস্তুতিই শুরু হয়ে গেছে জন্মের পর মূহূর্ত থেকে।–উইমেন চ্যাপ্টার।