অদম্য নারী ক্যাথরিন

Lady Marathonউইমেন চ্যাপ্টার: ক্যাথরিন সুইজার প্রথম নারী, যিনি ১৯৬৭ সালে পুরুষদের সাথে ম্যারাথনে অংশ নিয়েছিলেন পুরুষ নাম নিয়ে। বিষয়টা এতো নাম রেজিস্ট্রেশন করেছিলেন একজন পুরুষ হিসেবে। ঝামেলাটা ছিল অন্য জায়গায়। প্রতিযোগিতার কর্তৃপক্ষ তাকে দৌড়ের মাঝখানে থামানোর জন্য বহু চেষ্টা-কসরত করেছিলেন, এমনকি ধাক্কা দিয়ে সরিয়েও দিতে চেয়েছিলেন বেশ কয়েকবারই। কিন্তু দমে যাননি ক্যাথরিন, এমনকি তার সাথের প্রতিযোগীরাও তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন সেই মূহূর্তে। ফলে শেষপর্যন্ত টিকে যান তিনি। চার ঘন্টা ২০ মিনিটে তিনি শেষ করেছিলেন তাঁর দৌড়। ১৯৬৭ সালে যে লড়াই চালাতে হয়েছিল একজন নারীকে ম্যারাথনে অংশ নিতে, আজ ৪৬ বছর পরও কি সেই অবস্থার খুব একটা পরিবর্তন হয়েছে?

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.