দিল্লি হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি

Delhi Judgeউইমেন চ্যাপ্টার: দিল্লি হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন গোরলা রোহিনী। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ সোমবার তাঁকে শপথ বাক্য পাঠ করান।

প্রাক্তন বিচারপতি এন ভি রামানা সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হওয়ার পরই তাঁর জায়গায় আসেন রোহিনী দেবী। তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের খ্যাতনামা বিচারক ছিলেন। পড়াশোনা করেছেন হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যলয় থেকে।

১৯৬৬ সালে দিল্লি হাইকোর্ট প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম কোনও মহিলা প্রধান বিচারপতি নিযুক্ত হলেন।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.