উইমেন চ্যাপ্টার ডেস্ক (জুন ৮): পার্বত্য ভূমি -বিরোধ নিস্পত্তি কমিশন (সংশোধন) আইন প্রস্তাব বাতিলের দাবিতে পাহাড়ের তিন জেলায় ৯ জুন রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে পাঁচটি সংগঠন।
৭ জুন শুক্রবার রাঙামাটি শহরে এক যৌথ সংবাদ সম্মেলনে এই পাঁচটি সংগঠনের নেতারা এই ঘোষণা দেন।
সংগঠনগুলো হলো, পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য যুব ফ্রন্ট, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা মশিউল আলম হুমায়ুন, পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক বেগম নুর জাহান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক শাহজাহান আলম, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের জেলা সভাপতি উজ্জ্বল পাল, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইন প্রমুখ।
একই দাবিতে এ সংগঠনগুলো গত ৩০ মে সড়ক ও নৌপথ অবরোধ এবং ২ জুন তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল করেছে।
গত ২৭ মে মন্ত্রিসভার বৈঠকে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া অনুমোদিত হয়।