উইমেন চ্যাপ্টার: আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে গুলিতে গুরুতর আহত কানাডার সাংবাদিক ক্যাথি গ্যাননকে আরও অধিক চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছে। ওই হামলায় ক্যাথির সহকর্মী বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের আরেক সাংবাদিক পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত আনিয়া নাইড্রিংয়াস নিহত হন্। ক্যাথির ওপর তিনবার গুলি চালানো হয়।
এপি’র মিডিয়া রিলেশন্স পরিচালক পল কলফোর্ড এক বিবৃতিতে বলেছেন, ক্যাথি গ্যাননকে আরও উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে আনা হয়েছে। আনিয়ার শেষকৃত্যের বিষয়টি এখনও চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।
আফগানিস্তানে নির্বাচন অনুষ্ঠানের আগের দিন পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে ব্যালট পেপারস নিয়ে যাওয়ার সময় ওই দুজন সাংবাদিকও একই গাড়িতে করে যাচ্ছিলেন। এসময় একজন পুলিশ কমান্ডার ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেই গুলি চালায় তাদের ওপর। ঘটনাস্থলেই মারা যান পুলিৎজার জয়ী ৪৮ বছর বয়সী আনিয়া। অন্যদিকে কাঁধে এবং কব্জিতে গুলি লাগে ৬০ বছর বয়সী ক্যাথির। সাথে সাথেই তাকে কাবুলের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
হামলার পর ওই পুলিশ কমান্ডার আত্মসমর্পণ করে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
.