উইমেন চ্যাপ্টার: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় পুরুষ বা নারী দলের কোন সাফল্য না থাকলেও, ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। পাঁচ ম্যাচে আটটি উইকেট নেওয়ার সুবাদে আইসিসির নারীদের বোলিং র্যাংকিংয়ে তিনি এখন শীর্ষে।
এছাড়াও আইসিসির একটি জুরি বোর্ডের নির্বাচিত নারীদের বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন এই ক্রিকেটার। এছাড়া ৫ ম্যাচে তাঁর ব্যক্তিগত মোট ৬৮ রানের মধ্যে আছে টুর্নামেন্টে নারী টাইগারদের একমাত্র ছক্কাটিও।
বিবিসি বাংলার সাথে এক সাক্ষাতকারে সালমা খাতুন বলেছেন, আগে থেকেই তাঁর স্বপ্ন ছিল র্যাংকিংয়ে স্থান পাওয়ার। চার-পাঁচের মধ্যে থাকতে চেয়েছিলেন। কিন্তু এতো ওপরে মানে এক নম্বরে যে চলে আসবেন, সেটা ভাবেননি কখনও। এটা তাঁর কাছে অনেক বড় পাওয়া উল্লেখ করে বলেন, দেশের জন্যও অনেক বড় পাওয়া। ছেলেদের মধ্যে সাকিব আল হাসান আছেন। মেয়েদের ছিল না এতোদিন।
সালমা তার এই সাফল্যের পিছনে নিজের কঠোর অনুশীলনের পাশাপাশি কোচ এবং প্রশিক্ষকদের ভূমিকাকেই প্রাধান্য দিয়েছেন।