মুম্বাই ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

mumbai rapistsউইমেন চ্যাপ্টার: মুম্বাইয়ে বহুল আলোচিত নারী ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ধর্ষণ প্রতিরোধে প্রণীত নতুন একটি আইনে শুক্রবার তাদের এ দণ্ড দেওয়া হয়। পৃথক আরেকটি ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

রায় ঘোষণার সময় আদালত বলে, মুম্বাই গণধর্ষণের জন্য অভিযুক্তদের আইনের প্রতি কোন শ্রদ্ধা নেই। যতদিন না তারা ধরা পড়েছিল, ততদিনই তাদের মধ্যে কোন ধরনের অনুশোচনা কাজ করেনি। কাজেই এ ধরনের মামলায় মৃত্যুদণ্ড ছাড়া আর কি বিচারই বা হতে পারে? তাছাড়া ধর্ষণের শিকার মেয়েটি এবং তার পরিবার যে যন্ত্রণা সয়েছে, তা কোনকিছুর সাথেই তুলনা করা চলে না।

বিচারক বলেন, এ ধরনের মামলার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক এবং বিরল শাস্তিই প্রয়োজন। কেননা এই অপরাধ নির্যাতিতের সব ধরনের অধিকারকে ক্ষুন্ন করেছে।

মুম্বাইয়ে পরিত্যক্ত শক্তি মিলস চত্বরে গত বছর ২২ অাগস্ট ধর্ষণ করা হয় ওই ফটোসাংবাদিককে। একাধিকবার ধর্ষণের অপরাধে বৃহস্পতিবার তিনজনকে দোষী সাব্যস্ত করে দায়রা আদালত।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.