প্যারিসে প্রথম নারী মেয়র

FRANCE2014-VOTE-PS-HIDALGOউইমেন চ্যাপ্টার: ‘আমি প্যারিসের প্রথম নারী মেয়র। আমি আমার চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন’- বিজয় বক্তৃতায় এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করলেন অ্যানি হিদালগো।

এর আগে সমাজবাদী এই রাজনীতিক ১৩ বছর ধরে শহরের বিদায়ী মেয়রের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববারের মিউনিসিপ্যাল নির্বাচনে মিস অ্যানি ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রথম মেয়র হওয়ার সৌভাগ্য অর্জন করলেও তাঁর দল দেশের অন্যান্য শহরে রক্ষণশীলদের কাছে গো-হারা হেরেছে। অ্যানি হারিয়েছেন রক্ষণশীল দলের সাবেক মন্ত্রী নাতালি কসিস্কু মরিজেকে।

 

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.