উইমেন চ্যাপ্টার: টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের প্রথম সেমিফাইনালে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। দুপুর আড়াইটায় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু এই খেলায় অস্ট্রেলিয়া আট রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ৫ উইকেটে ১৪০ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৪ উ্ইকেটে ১৩২ রানেই গুটিয়ে যায়।
অস্ট্রেলিয়ার পক্ষে ভিলানি করেন সর্বোচ্চ ৩৫ রান। ৩০ রানে অপরাজিত ছিলেন হিলি।
মেয়েদের টি-টোয়েন্টিতে আরও দুটি খেলা আজ। পাকিস্তান ১৪ রানে হারিয়েছে শ্রীলংকাকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করে ৫ উইকেটে ১২২ রান। জবাবে ১০৮ রানেই থেমে যায় শ্রীলংকার ইনিংস।
অপর খেলায় বাংলাদেশ মুখোমুখি আয়ারল্যান্ডের।
এছাড়া আজ পুরুষদের টি-টোয়েন্টির সেমি ফাইনালে মুখোমুখি শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাট করছে শ্রীলংকা।