উইমেন চ্যাপ্টার: ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শোচনীয়ভাবে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজের কাছে। দ্বিতীয়বার মেয়েরা সেই কালিমা কিছুটা হলেও মুছে দিতে চাইলেও শেষরক্ষা হয়নি। ৩৬ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে।
আগের দিন হেরেছিল সাকিব-মুশফিকরা। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এখন জাতীয় দল। ঠিক এর পরদিনই কিছুটা আশা তৈরি হয়েছিল এই ভেবে যে, মেয়েরা হয়তোবা এর মোক্ষম জবাব দিতে পারবে। না পারেনি। শক্তিশালী প্রতিপক্ষের কাছে হার দিয়েই তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের পথচলা শুরু হলো সালমাদের।
বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১১৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৭.৩ ওভারে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এদিকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো হেরেছে ভারত। তাদেরকে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড।
নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ রানে হেরেছিল ইংল্যান্ড। আর ভারতীয় মেয়েরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরেছিল।