সংরক্ষিত আসনে ৪৮ জন নারী নির্বাচিত

Election Commissionউইমেন চ্যাপ্টার: দশম সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার এ সংক্রান্ত জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

নির্বাচিত সাংসদদের মধ্যে আওয়ামী লীগের ৩৮ জন, ওয়ার্কার্স পার্টির একজন, জাসদের একজন, জাতীয় পার্টির পাঁচজন এবং স্বতন্ত্র জোটের তিনজন রয়েছেন।

এছাড়া বিলখেলাপির দায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন এবং বিরোধী দল জাতীয় পার্টির এক জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচিতরা হলেন-

আওয়ামী লীগ : সেলিনা জাহান লিটা, সফুরি বেগম, হোসনে আরা লুতফা ডালিয়া, এড. উম্ম কুলসুম স্মৃতি, বেগম আখতার জাহান, সেলিনা বেগম, সেলিনা আক্তার বানু, লায়লা আরজুমান বানু, শিরীন নাঈম, কামরুন লায়লা জলি, হেপী বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুতফুননেসা,  মমতাজ বেগম এডভোকেট তারানা হালিম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, দিলারা বেগম, ফাতেমা তুজজুহুরা, ফজিতালুননেসা, পিনু খান, সনজিদা খানম, নিলুফার জাফর উল্লাহ, রোকসানা ইয়াসমীন ছুটি, এড. নাভানা আক্তার, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামসুন্নাহার বেগম, ফজিলাতুননেসা বাপ্পি, ওয়াশিকা আয়শা খান, জাহানারা বেগম সুরমা, ফিরোজা বেগম চিনু, আমিনা আহমেদ, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বেগম, কামরুন নাহার চৌধুরী।

ওয়াকার্স পার্টি : হাজেরা খাতুন।

জাসদ : লুতফা তাহের।

স্বতন্ত্র : কাজী রোজী, নুরজাহান বেগম, উম্মে রাজিয়া কাজল।

জাতীয় পার্টি : বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, মাহজাবিন মোরশেদ, মেরিনা রহমান, রওশন আর মান্নান, শাহানারা বেগম।

শেয়ার করুন: