মেয়েদের টি-টোয়েন্টি: আশাবাদী সালমা

Women+cric
ফাইল ছবি

উইমেন চ্যাপ্টার: দেশে এখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেট উন্মাদনা। সবার নজর এখন দেশের তিনটি ভেন্যুর দিকে। তবে এবারই প্রথম টি-টোয়েন্টিতে স্থান পেয়েছে নারীদের ক্রিকেটও। পুরুষ-নারী মিলিয়ে মোট ৬২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব। তারই প্রস্তুতি ম্যাচ চলছে এখন।

ঢাকার কাছে সাভারের স্টেডিয়ামে আজ মঙ্গলবার চারটি ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া নারী দল ১৯ রানে হারিয়েছে শ্রীলংকা নারী দলকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৫ উইকেটে ১৪৪ রান। জবাবে ১২৫ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। অপর ম্যাচে ভারতীয় নারী ক্রিকেট দলকে ১৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড দল।

তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। চতুর্থ ম্যাচে, ইংল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে পাকিস্তান।

এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। সেমি-ফাইনালে উঠে সূচনাটা স্মরণীয় করে রাখার প্রত্যয় অধিনায়ক সালমা খাতুনের। সোমবার হোটেল রুপসী বাংলায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের দলের সবাই ভালো করার ব্যাপারে আশাবাদী। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। আশা করি আমরা সেমি-ফাইনালে যেতে পারবো।”

যদিও টি-টোয়েন্টিতে সালমাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। সম্প্রতি কক্সবাজারে ভারতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের কাছে দুটো টি-টোয়েন্টিতেও হেরে গেছে বাংলাদেশ।

অবশ্য পাকিস্তানকে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।

গতকালের ওই সংবাদ সম্মেলনে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক মেরিসা অ্যাগুইলেরা, শ্রীলঙ্কার অধিনায়ক শশীকলা সিরিবর্ধনে ও আয়ারল্যান্ডের অধিনায়ক ইজোবেল জয়েস।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আইরিশ মেয়েরাও। তাদের অধিনায়ক বলেন, “আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। আমরা একটা-একটা করে ম্যাচ ধরে এগোতে চাই এবং ভালো খেলতে চাই।”

গত দুই বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক মেরিসা বলেন, “আমরা শিরোপার জন্য লড়াই করবো। তবে কোনো দলকেই আমরা হালকাভাবে দেখছি না।”

শ্রীলঙ্কার অধিনায়ক শশীকলা বলেন, “আমাদের প্রথম লক্ষ্য সেমি-ফাইনালে খেলা। তারপর ট্রফির জন্য লড়াই করা।”

 

শেয়ার করুন: