উইমেন চ্যাপ্টার: বিএনপি কোনো ‘কূলই’ হারায়নি উল্লেখ করে বাংলাদেশকে ‘গণতন্ত্রবিহীন’ অবস্থা থেকে উত্তরণে তা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম শুরুর ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বরং আওয়ামী লীগই সব কুল হারিয়েছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
‘নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া এ-কূল ও-কূল দুকূলই হারিয়েছেন’—প্রধানমন্ত্রীসহ সরকারি দলের নেতাদের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়া এ কথা বলেন। আজ বুধবার গুলশানের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন হয়।
৫ জানুয়ারির ভোটে অংশ না নেয়ার জন্য কোনো আক্ষেপ নেই জানিয়ে এই ভোটকে প্রহসন আখ্যায়িত করে আন্দোলনের পাশাপাশি সংলাপের জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
কয়েকটি কর্মসূচি দিয়ে তা সফলে শিগগিরই বিভিন্ন অঞ্চল সফরে বের হবেন বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর বুধবারই প্রথম সংবাদ সম্মেলনে আসেন খালেদা। লিখিত বক্তব্য পড়ার পর সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তরও দেন তিনি।
খালেদা জিয়া বলেছেন, “সরকার যত চেষ্টাই করুক, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণ এই সরকারকে চায় না।”
জামায়াতের সহিংসতার দায় বিএনপির ওপর বর্তাচ্ছে কি না এবং জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে খালেদা জিয়া পরিষ্কার করে কিছু বলেননি। তবে ১৯৮৬ সালের নির্বাচন এবং ৯৫-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে জামায়াতকেই আওয়ামী লীগ সঙ্গী হিসেবে রেখেছিল বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি দাবি করেন, ‘বিএনপি কোনো সহিংসতা করেনি। আমাদের আন্দোলন সঠিক ছিল, এখনো আছে।’
নির্বাচনের পর সমঝোতার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব বিএনপি পেয়েছে কি না, এ প্রশ্নের জবাবে ‘না-সূচক’ জবাব দিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, বিএনপি সব সময় আলোচনার পক্ষে। এখনো আলোচনার পথ খোলা আছে। সরকারবিরোধী আন্দোলন এখনো অব্যাহত রয়েছে বলেও জানান খালেদা জিয়া।