বিএনপির তিন নেত্রীকে ছেড়ে দিয়েছে পুলিশ

Selima Rahman BNPউইমেন চ্যাপ্টার: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনেও রাজধানী জুড়ে ব্যাপক উত্তেজনা রয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ তিনজন নারী নেতাকে প্রথমে আটক করলেও শেষপর্যন্ত তাদের ছেড়ে দেয়ার খবর পাওয়া গেছে। অন্য দুজন হলেন- সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাশেদা বেগম হীরা ও সাবেক সাংসদ নেওয়াজ হালিমা আলী।

সাংবাদিকরা জানান, বিএনপির এই তিন নেতা দুপুরে পায়ে হেঁটে গুলশানের ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাড়ির সামনে আসেন এবং সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের ভেতরে ঢুকতে দিতে বলেন। সেলিমা রহমান এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের বলেন, “খালেদা জিয়া তো গ্রেপ্তার নন। তাকে আটকে রেখেছেন কেন।”

এর পরপরই তাদের তিনজনকে আটক করে একটি সাদা গাড়িতে তোলা হয়।

খালেদা জিয়ার নয়াপল্টনের সমাবেশে যোগ দেয়ার ঘোষণার পর শনিবার রাত থেকেই গুলশানের ওই বাড়ির সামনে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে।

নয় প্লাটুন পুলিশ ছাড়াও র‌্যাব সদস্যরা সেখানে নিশ্ছিদ্র পাহারা বসিয়েছেন। বাড়ির সামনে ফেলে রাখা বালুবোঝাই ট্রাক আজও সেখানে আছে। রোববার পুলিশ জানিয়েছিল, ট্রাকগুলোর চালকদের পাওয়া যাচ্ছে না বলে সরিয়ে নেয়া হচ্ছে না। আর আজ বলেছে যে, ট্রাকের ইঞ্জিনগুলো নষ্ট হয়ে গেছে, তাই সরানো যাচ্ছে না।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.