উইমেন ডেস্ক (জুন ৪): সবকিছু নিয়মতমতো এগোলে জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে বন্ড গার্ল হিসেবে আসছেন স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। সিরিজের ২৪তম ছবিটির শুটিং শুরু হবে আগামী বছর। তখন ক্রুজের বয়স হবে ৪০ বছর। সেই হিসাবে বন্ড ছবির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বন্ড গার্ল হতে যাচ্ছেন তিনি। যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা এ খবর জানিয়েছে।
১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘গোল্ডফিংগার’ ছবিতে বন্ড গার্ল পুশি গ্যালোর চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী অনার ব্ল্যাকম্যান। ছবিটি মুক্তির সময় তাঁর বয়স ছিল ৩৭ বছর। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সী বন্ড গার্ল হিসেবে তাঁকেই ধরা হয়।
বন্ড সিরিজের সর্বশেষ ছবি ‘স্কাইফল’ মুক্তি পেয়েছিল গত বছর। ছবিটিতে তৃতীয়বারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। আর বন্ড গার্ল চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেত্রী নাওমি হ্যারিস। ‘স্কাইফল’ ছবিতে মূল খল চরিত্রে ছিলেন পেনেলোপে ক্রুজের স্বামী ও স্প্যানিশ অভিনেতা জেভিয়ার বারডেম।