উইমেন চ্যাপ্টার: ছবিটি দেখুন। একবার নয়, দুবার নয়, বেশ ভাল করে দেখুন। মেয়েটি পুলিশকে ধরে আছে, তার কান্নার ভাষাই বলে দিচ্ছে, এতে আকুতি আছে। কিন্তু হেলমেটের নিচে যে পুলিশ মানুষটি আছেন, তিনিও আবেগাপ্লুত হয়ে পড়েছেন, তারও চোখে জল। ছবিটি বুলগেরিয়ার একটি পত্রিকায় প্রকাশ হয়েছে। ছবিটি রীতিমতো আবেগকে নাড়া দিয়ে যায়।
মেয়েটি পুলিশকে ধরে অনুরোধ করছেন, তারা যেন তার কোন বন্ধুকে আঘাত না করে। পুলিশ তখন তাকে বললো, ‘তুমি শুধু মেয়েদেরকে একটা সামলে রাখো’। এই একটি ছবি থেকেই বোঝা যায়, বুলগেরিয়াতে এই মূহূর্তে কী হচ্ছে? দেশটির সমাজতন্ত্র-সমর্থিত সরকারের দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। সোফিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তারা মানববন্ধন করে। কিন্তু পার্লামেন্টের সামনে যেতেই পুলিশের বাধার মুখে পড়ে তারা, সংঘর্ষ ছড়িয়ে পড়ে মূহূর্তেই। এই একটি ছবি মূহূর্তে কেড়ে নেয় লাখো মানুষের হৃদয়, দেশে এবং বিদেশেও। তথ্য: ফেসবুক।