উইমেন চ্যাপ্টার: টানা হরতালের কারণে জেএসসি ও জেডিসির বুধবারের পরীক্ষাও পেছানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী জেএসসির ১৩ নভেম্বরের পরীক্ষা হবে আগামী ২২ নভেম্বর শুক্রবার বেলা আড়াইটায়। আর জেডিসির ১৩ নভেম্বরের পরীক্ষা হবে ২৩ নভেম্বর শনিবার বেলা ২টায়।
১৩ নভেম্বর বুধবার জেএসসিতে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং জেডিসিতে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন জোট ১০ থেকে ১২ নভেম্বর হরতালের পর বুধবারও হরতাল ডাকায় সূচি পুননির্ধারণের এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
এর আগে রবি থেকে সোমবারের পরীক্ষার নতুন তারিখ শনিবার সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। হরতালের কারণে এর আগে ৪ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসির চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।
পাবলিক পরীক্ষার মধ্যে হরতাল না দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিরোধীদলকে অনুরোধ জানানো সত্ত্বেও তা কাজে আসেনি। ফলে শুরুতেই বাধার মুখে পড়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই সমাপনী পরীক্ষা।
এ নিয়ে জেএসসি ও জেডিসিতে তিন দফায় ছয় দিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হলো।
এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
হরতালের কারণে গত এসএসসির ৩৭টি এবং এইচএসসির ৩২টি বিষয়ের পরীক্ষাসূচি পরিবর্তন করতে বাধ্য হন কর্তৃপক্ষ।