সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা

fighter jetউইমেন চ্যাপ্টার ডেস্ক: সিরিয়ার একটি সামরিক ঘঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। (খবর: বিবিসি)

যুক্তরাষ্ট্র ও আরবের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার লাটাকিয়া বন্দরের কাছে একটি সামরিক ঘাটিতে এই বিমান হামলা চালানো হয়েছে।

ধারণা করা হচ্ছে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্রের চালান ধ্বংস করার জন্যই এই হামলা চালানো হয়েছে।

বিবিসির এক খবরে বলা হয়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান বন্দর লাটাকিয়া সামরিক ঘাঁটির কাছাকাছি এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই বিস্ফোরণের বিষয়ে তেমন কোনও স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছিলনা।

এর পরপরই আমেরিকার সামরিক কর্মকর্তারা জানান বৃহস্পতিবার রাতে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে হামলার স্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি আমেরিকা।

ইসরাইলি সূত্রের বরাত দিয়ে সৌদি আরবের আল-আরাবিয়া চ্যানেলের এক খবরে বলা হয়, লেবাননের জঙ্গী গোষ্ঠী হিজবুল্লাহর উদ্দেশ্যে পাঠানো রাশিয়ান মিসাইলের একটি চালান ধ্বংস করা ছিল এ বিমান হামলার লক্ষ্য।

যদি এই তথ্য সত্য হয় তবে এ নিয়ে একই লক্ষ্যে চারবার সিরিয়াতে বিমান হামলা চালালো ইসরায়েল। একই উদ্দেশ্যে এ বছর মে মাসে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছিলো।

তবে এবারও হামলা নিয়ে সিরিয় বা ইসরাইলি কর্তৃপক্ষ কেউই এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।

শেয়ার করুন: