উইমেন চ্যাপ্টার ডেস্ক: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বেধে দেয়া ২৪৮ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান করতে সমর্থ হয়েছে। মাশরাফির ব্যক্তিগত দ্বিতীয় ওভারে তিনি রাদারফোর্ডের উইকেটটি তুলে নেন।
এর আগে বাংলাদেশ ব্যাট করে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান করে। বাংলাদেশের পক্ষে তামিম ৫৮; মোমিনুল ৩১ ও মুশফিক ৩১ রান করেন।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জিমি নীশাম ও কোরি এন্ডারসন চারটি করে উইকেট তুলে নেন।
জয়ের জন্য নিউজিল্যান্ডকে ৪৫ ওভারে আরও ২৩৩ রান করতে হবে। হাতে রয়েছে ৯ উইকেট।
আর এই ম্যাচে জয়ে পেলেই সিরিজ বাংলাদেশের হয়ে যাবে। প্রথম ম্যাচের জয়ে সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে রয়েছে।