আওয়ামী লীগ সংলাপের নাটক করছে: ফখরুল

fakhrulউইমেন চ্যাপ্টার ডেস্ক: “আওয়ামী লীগ সংলাপের নাটক তৈরি করে এর দায় বিএনপির উপর চাপাতে চায়”- বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়ে তিনি বলেন, “২৯ অক্টোবর সন্ধ্যার আগে বিরোধীদলীয় নেতার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাওয়ার কোনও সুযোগ আছে বলে বলে মনে করি না।”

সংলাপের ক্ষেত্রে সমঝোতার উপর জোর দিয়ে তিনি বলেন, সংলাপের জন্য কে যোগাযোগ করবে, সেটি মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে, সংলাপে সমঝোতা হবে কি না। তবে এ বিষয়ে সরকারকেই দায়িত্ব নিতে হবে।

গ্রামীন ব্যাংক নীতিমালার বিষয়ে তিনি বলেন, আমরা গ্রামীন ব্যাংকে সরকারীকরণের বিরোধী। এই প্রক্রিয়াকে তিনি ব্যাংকটিকে ধ্বংসের শামিল বলেও উল্লেখ করেন। এ বিষয়ে নিজেদের অবস্থান অবস্থা পরিষ্কার করে তিনি বলেন, ব্যাংকটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার বিপক্ষে আমরা।

এ সময় তিনি দাবি করেন, সারা দেশে ১৮ দলের হরতাল সফল করার মাধ্যমে সরকারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থান হয়েছে।

শেয়ার করুন: