উইমেন চ্যাপ্টার: এক জরিপে দেখা গেছে, দেশের ৪৭ শতাংশ নারী স্বামী এবং আত্মীয় স্বজনের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক মতবিনিময় সভায় নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি একথা জানান। বাল্যবিবাহ এবং যৌতুকের কারণেই দেশে নারী নির্যাতন বাড়ছে বলে দাবি করেন তিনি।
সভায় আরো বক্তব্য দেন ডিসিসি’র সাবেক ওয়ার্ড কাউন্সিলর হোসনে আরা চৌধুরী, অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, নারী মৈত্রীর সহ সভাপতি সাজেদা বেগম প্রোগ্রাম সমন্বয়কারী ডুলিয়া আহমাদ প্রমুখ।
শাহীন আকতার ডলি বলেন, “নারীদের বিরুদ্ধে সব ধরনের বৈষম্য, নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নির্যাতন বন্ধ করতে হবে। এব্যাপারে নারী সমাজকে ঐক্যবন্ধভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে।”
হোসনে আরা চৌধুরী বলেন, “নারীদের ক্ষেত্রে আমরা আওয়ামী লীগ ও বিএনপি বুঝিনা। নারী নির্যাতন ঐক্যবদ্ধভাবেই প্রতিরোধ করতে হবে।” তিনি নারীদেরকে ভালো ও মার্জিত আচরণ করার জন্যও পরামর্শ দেন।
তিনি বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধের আইন আছে কিন্তু অনেক সময় তা কার্যকর হচ্ছে না। অনেক সময় বাল্যবিবাহ রেজিস্ট্রেশন করা হয় না।” যার ফলে নারীরা আইনের সহায়ত থেকেও বঞ্চিত হয় বলেও মন্তব্য করেন তিনি।