উইমেন চ্যাপ্টার: পুরুষ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ শুক্রবার পাঁচজন নারী ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি অভিযোগের কোনো সত্যতা না পাওয়ার পর অভিযোগকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ক্রিকেট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, মুলতান অঞ্চলের পাঁচ নারী ক্রিকেটার গত জুনে অভিযোগ করেন এই বলে যে, আঞ্চলিক ও জাতীয় দলে সুযোগ করে দেওয়ার বিনিময়ে ক্লাব চেয়ারম্যান ও একজন নির্বাচক তাদের সঙ্গে যৌন সম্পর্ক করার প্রস্তাব দিয়েছিল।
টেলিভিশনের একটি অনুষ্ঠানে প্রাথমিকভাবে এ অভিযোগ করা হয়। কিন্তু মুলতান ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান সুলতান আলম এবং তার নির্বাচক মোহাম্মদ জাভেদ এ অভিযোগ অস্বীকার করেন।
অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা তদন্ত কমিটি তাদের তদন্তে এ অভিযোগের কোন সত্যতা না পাওয়ায় অভিযোগকারী পাঁচজনকে ছয় মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে এবং মুলতান ক্রিকেট ক্লাবে তাদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে অভিযোগকারীদের পক্ষ থেকে এ ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।