উইমেন চ্যাপ্টার ডেস্ক: উপমহাদেশের কিংবদন্তি বাঙালি সঙ্গীতশিল্পী মান্না দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (খবর: বাসস)
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মধুর কন্ঠের অধিকারী হিসাবে সুপরিচিত মান্না দে উপমহাদেশের সঙ্গীতপ্রিয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
প্রধামনন্ত্রী এই কিংবদন্তির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
মান্না দে’কে ব্যতিক্রমী সুরেলা কণ্ঠ হিসেব উল্লেখ করে শোকবার্তায় বলা হয়, বাংলাসহ বিভিন্ন ভাষায় প্রায় ৪ হাজার গান গেয়েছেন এই প্রতিভাধর সঙ্গীতশিল্পী। তাঁর অনবদ্য সঙ্গীতশৈলী যুগের পর যুগ মানুষ মনে রাখবে।
বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ৯৪ বছর বয়সে মারা যান মান্না দে।