উইমেন চ্যাপ্টার ডেস্ক: নির্দলীয় সরকারের প্রস্তাব প্রদানের পর সংসদের চলতি অধিবেশনে যোগ দিয়েছে বিরোধীদল।
১৩ দিন মুলতবির পর আজ বুধবার অধিবেশন শুরু হলে মাগরিবের বিরতির পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের নেতৃত্বে বিরোধী জোটের সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করেন। বিএনপির সাংসদ ছাড়াও সংসদে আসেন জামায়াতে ইসলামী, বিজেপি ও এলডিপির সদস্যরা।
তবে, বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অধিবেশনে যোগ দেননি।
সংসদে জমির উদ্দিন সরকার খালেদা জিয়ার নির্দলীয় সরকারের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন।
বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
এর আগে বিরোধীদলের সংসদে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
অধিবেশন শুরুর ঘণ্টাখানেক আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশন ৭ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।