উইমেন চ্যাপ্টার ডেস্ক: দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার মাধ্যমে সাংবিধানিক পরিবর্তন এলে নির্বাচনী আচরণবিধিতে পরিবর্তন আনা হবে – বললেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
আজ বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বড় দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার মাধ্যমে সংবিধানে ব্যাপক পরিবর্তন এলে, অতিরিক্ত পরিশ্রম হলেও আমরা আচরণবিধি পরিবর্তন করব।
এদিকে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনী আচরণবিধি তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। চূড়ান্ত খসড়া আগামী সপ্তাহে অনলাইনে পাওয়া যাবে। এ ছাড়াও খসড়া সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।
এ সময় বিএনএফ এর নিবন্ধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনএফকে অন্য প্রতীকের সাথে সাদৃশ্যমান কোনো প্রতীক দেওয়া হবে না।