উইমেন চ্যাপ্টার: ছবিটিই একটা গল্প, একটা বর্বর অধ্যায় কোনো নারীর জীবনে। এখানে প্রয়োজন হয় না কোন ক্যাপশানের, কোনকিছু লেখার। এই একবিংশ শতাব্দিতে এসেও আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে এমন দৃশ্য! এক মুসলমান ভাই জানালেন, আফগানিস্তানে আসলে শরিয়া আইন-ই ভালো ছিল । ইসলামি শরিয়া আইনের ক্লাসিক উদাহরণ, যা এখনও আরব দেশগুলোসহ পাকিস্তান, ইরানে চলছে !
সম্প্রতি এই বর্বরতা বন্ধে বিশ্বজুড়ে প্রচারণা শুরু হয়েছে। আমাদের সবার উচিত তাতে অংশ নেওয়া।