উইমেন চ্যাপ্টার: নারায়ণগঞ্জ পুলিশ বলছে, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ধর্ষণের পর এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ তারা পেয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকা থেকে আমেনা আক্তার সুমির (২০) লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের সময় সুমির গলায় দড়ি প্যাঁচানো ছিল। তবে আলামত দেখে মনে হচ্ছে রাতে কোন এক সময় ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ঘটনার পর থেকে সুমির স্বামী মাজহারুল পলাতক রয়েছেন। তার বাড়ি আড়াইহাজার উপজেলায়।
সুমি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার মহিনপুর গ্রামের আবদুল মজিদের মেয়ে। স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ায় শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকতেন তিনি।
নিহতের মা রেখা আক্তার জানান, মাজহারুল তার মায়ের অসুস্থতার কথা বলে রোববার সন্ধ্যায় সুমিকে তাদের বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সুমির সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ভোর সাড়ে ৬টার দিকে গিয়ে মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। মাজহারুল অনেক দিন ধরে মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করেন সুমির মা।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।