উইমেন চ্যাপ্টার: ঢাকায় বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদকে শর্তসাপেক্ষে সম্মেলন করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকাল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন হওয়ার কথা। এর আগে সভা-সমাবেশ নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে বিআইসিসি কর্তৃপক্ষ অনুষ্ঠানের ভেন্যু বাতিল করে আয়োজকদের কাছে চিঠি পাঠায়।
অনুষ্ঠানের আহ্বায়ক রুহুল আমীন গাজী একথা জানান। তবে তারা তখন পর্যণ্ত অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে তাদের আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে আয়োজকদের দাবির মুখে মহানগর গোয়েন্দা পুলিশ কয়েকটি শর্তসাপেক্ষে সম্মেলনের অনুমতি দেয়। সম্মেলনে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার যোগদানের কথা রয়েছে।
শর্তগুলো হচ্ছে: এক, সম্মেলন কেন্দ্রের সীমানা প্রাচীরের বাইরে কোনো ধরনের জমায়েত করা যাবে না; দুই, মিছিল নিয়ে সম্মেলনস্থনে হাজির হওয়া যাবে না; তিন, কোন ধরনের স্লোগান দেওয়া যাবে না; চার, সন্ধ্যার আগেই সমাবেশ শেষ করতে হবে; পাঁচ, সম্মেলনে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না।