উইমেন চ্যাপ্টার: ঢাকায় আগামীকাল ভোর ছয়টা থেকে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং, মানববন্ধন, লাঠি মিছিল ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।
আগামী ২৫ অক্টোবর দুই প্রধান দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে জনমনে আতংক-উৎকণ্ঠার মধ্যে এই উদ্যোগে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।