সরকারকে ১৩ দফা ‘মোকাবিলার’ আহ্বান জাতিসংঘ দূতের

উইমেন চ্যাপ্টার ডেস্ক (৩০ মে) : হেফাজতেইসলামের ১৩ দফা মোকাবিলা করারাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেনজাতিসংঘের নারীর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক বিশেষ রেপোর্টিয়ার রাশিদা মানজু

13dofa

জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার রাশিদা মানজুফাইল ছবি

হেফাজতের ১৩ দফায় নারী অধিকার বিরোধী যা রয়েছে সেগুলো পরিহার করে নারীর অধিকার সুরক্ষা করা সরকারের দায়িত্ব বলেও মনে করেছেন তিনি

সরকারের আমন্ত্রণে বাংলাদেশে ১০ দিনের সফর শেষে বুধবার রাজধানীতে একসংবাদ সম্মেলনে একথা বলেন রাশিদাতিনি নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধেসরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জের কথাউল্লেখ করেন

কয়েকজন ব্লগারকে নাস্তিকঅভিহিত করে তাদের ফাঁসিসহ১৩ দফা দাবিতে গতফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামে চট্টগ্রামকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম১৩ দফার মধ্যে পুরষের সঙ্গে নারীর অবাধ মেলামেশাবন্ধের দাবিও রয়েছে

বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রাশিদা মানজু বলেন,১৩ দফা দাবি আমি দেখেছিএই ধরনেরআহ্বান মোকাবিলা করা এখন রাষ্ট্রের দায়িত্ব।”

সরকারকে অবশ্যই এই দাবিরপ্রতি নতি স্বীকার না করে নারীর মানবাধিকার রক্ষা করতে হবে উল্লেখ করে তিনিবলেন, “নারীর অবশ্যই সমানভাবে বাইরে আসার অধিকার রয়েছে।”

জাতিসংঘমানবাধিকার কাউন্সিল নারীর বিরুদ্ধে সহিংসতা, তার কারণ এবং পরিণতি বিষয়ে২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে বিশেষরেপোর্টিয়ার নিযুক্ত করে

বাংলাদেশে বিয়ে, সেপারেশন এবং তালাকের ক্ষেত্রে ভিন্নভিন্ন ধর্ম এবং জাতিগোষ্ঠীর জন্যে পৃথক আইন থাকার কড়া সমালোচনা করেন তিনি

তিনিবলেন, “এই প্রক্রিয়ায় নারীর বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা আইনে ও চর্চায় বলবৎরয়েছেবিবাহ ও তালাকে এ সব আইনে পুরুষকে বেশি ক্ষমতাবান করা হয়েছে।” তিনিনারীর অধিকার সুরক্ষায় এই ক্ষেত্রে একটি অভিন্ন আইন প্রণয়নের দাবি জানান

গত ১৯ মে বাংলাদেশেআসা রাশিদা মানজু ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, খুলনা এবং যশোরে বৈঠক করেনতাকে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে প্রবেশের অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশকরেন

 

শেয়ার করুন: