উইমেন চ্যাপ্টার: দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির পর এবার পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কিশোরী কর্মী মালালা ইউসুফজাই সম্মানসূচক কানাডীয় নাগরিকত্ব পেতে যাচ্ছে। গত বুধবার কানাডীয় সরকার এক ঘোষণায় একথা জানায়।
কানাডা সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নারীশিক্ষার প্রচার চালিয়ে মালালা ইউসুফজাই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। এটি সত্যি সাহসিকতার ও উদ্দীপনার বিষয়।
পাকিস্তানের সোয়াত উপত্যকায় কয়েক বছর আগে মেয়েদের শত শত স্কুল বন্ধ করে দেয় জঙ্গিগোষ্ঠী তালেবান। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় মালালা। এর জের ধরে গত বছর ৯ অক্টোবর জঙ্গিরা মালালার মাথায় গুলি করে। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে ধীরে ধীরে সেরে ওঠে সে। বর্তমানে সেখানেই সে বসবাস করছে ও পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি ইউরোপের শাখারভ মানবাধিকার পুরস্কারে ভূষিত হয়েছে মালালা। সোভিয়েত পদার্থবিদ ও ভিন্নমতাবলম্বী আন্দ্রেই শাখারভের স্মরণে প্রতিবছর ইউরোপীয় পার্লামেন্ট বাকস্বাধীনতার জন্য এ পুরস্কার দেয়। ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার হিসেবে বিবেচিত এই পুরস্কার বিজয়ীদের ৫০ হাজার ইউরো দেওয়া হয়।