গণতন্ত্রের ভাষায় কথা বলুন: কাদের

Obaidul Kader
ফাইল ছবি

উইমেন চ্যাপ্টার: ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে অস্ত্রের ভাষা ছেড়ে গণতান্ত্রিক ভাষায় কথা বলতে বলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

২৫ অক্টোবর দা-কুড়াল নিয়ে সশস্ত্র প্রস্তুতি নিতে দলীয় কর্মীদের প্রতি খোকার নির্দেশের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “তার মুখে অস্ত্র এবং হুমকি-ধমকি একবারেই শোভা পায় না। গণতান্ত্রিক ভাষায় কথা বলতে শিখুন। এসব উচ্ছৃঙ্খল কথা বলে একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া যায়, এর মাধ্যমেই  গুজব ছড়ায়।”

ওবায়দুল কাদের বলেন, “আন্দোলনের ভাঙ্গা হাট জমছে না বলেই বিরোধী দল এখন অস্ত্রের ভাষায় কথা বলছে।”

ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় সাদেক হোসেনের বক্তব্যের একদিন পর মঙ্গলবার মুন্সীগঞ্জে মাওয়া ঘাট পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানান।

ঈদে মাওয়া ঘাট ঘুরে পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী।

শেয়ার করুন: