উইমেন চ্যাপ্টার: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আল-বেলী আফিফা ইনভেস্টিগেশন ক্যাটাগরিতে “Excellence in Performance Award” অর্জন করেছেন। গত ২২ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ উইমেন্স পুলিশ”-এর ৫১তম বার্ষিক সম্মেলনে এই পুরস্কারটি প্রদান হয়। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার আফিফার হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার।
আল-বেলী আফিফাই প্রথম বাংলাদেশি নারী পুলিশ অফিসার যিনি ইনভেস্টিগেশন ক্যাটাগরিতে এশীয় অঞ্চলে এই সম্মানজনক পুরস্কারটি পেয়েছেন।
জানা গেছে, ৫ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের মোট ৪৭টি দেশ থেকে প্রায় ১৩শ জন প্রতিনিধি অংশ নেন।
আল-বেলী আফিফা এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, রিজার্ভ অফিস, ট্রাফিক পশ্চিম বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।