উইমেন চ্যাপ্টার: যুক্তরাষ্ট্রের বন্ধ থাকা সরকারি কর্মকাণ্ড চালু এবং ঋণ-সীমা বাড়ানোর ব্যাপারে মার্কিন কংগ্রেস নেতাদের সাথে প্রেসিডেন্ট ওবামার নির্ধারিত বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে।
হোয়াইট হাউজ বলছে, ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটররা যাতে একটা সমঝোতায় পৌঁছানোর জন্য আরও আলোচনার সুযোগ পায়, সেজন্যই এই সিদ্ধান্ত। এর আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হুঁশিয়ার করে দিয়ে বলেন, বৃহস্পতিবারের মধ্যে যুক্তরাষ্ট্র কোন সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে তা বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো।
যুক্তরাষ্ট্রের সরকার এখন চৌদ্দতম দিনের মতো আংশিক অচলাবস্থা পার করছে।
সিনেটের দুই পক্ষই বিবিসিকে জানিয়েছে, তারা ঐক্যমতের ধারেকাছেও পৌঁছাতে পারেনি।
যদিও প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, যথেষ্ট অগ্রগতি হয়েছে।
দুপক্ষই আগামী বছর পর্যন্ত ঋণের সময়সীমা বাড়ানোর একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে, যাতে ভবিষ্যতে সরকারের ঘাটতি কমিয়ে আনার একটা পরিকাঠামোর প্রস্তাব নিয়েও কথাবার্তা চলছে।