উইমেন চ্যাপ্টার ডেস্ক: সোহাগ গাজী ও রবিউল ইসলামের ১০৪ রানের নবম উইকেট জুটি লিড এনে দিয়েছে বাংলাদেশকে। চতুর্থ দিনের প্রথম সেশান শেষে বাংলাদেশ এখন নিউজিল্যান্ড থেকে ২২ রান এগিয়ে।
প্রথম টেস্ট শতক থেকে মাত্র ৫ রান দূরে আছেন অলরাউন্ডার সোহাগ গাজী। ৯৫ রান করে অপরাজিত আছেন তিনি। রবিউল ইসলাম পিচে আছেন ৩৩ রান নিয়ে।
চতুর্থ দিনের প্রথম সেশান শেষে বাংলাদেশের সংগ্রহ আগের দিনের আট উইকেটে ৪৯১ রান। চট্টগ্রামে এটিই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংস।