
উইমেন চ্যাপ্টার: নারী নির্যাতন মামলায় আলোচিত সংগীতশিল্পী আরেফিন রুমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার মোহাম্মদপুর পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন, রুমির প্রথম স্ত্রী অনন্যার দায়ের করা মামলায় আজ শনিবার সকালে আরেফিন রুমিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গতকাল শুক্রবার রাতে আরেফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা তাঁর স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল পৌনে সাতটায় মোহাম্মদপুর কাঁটাসুরের কাদেরাবাদ হাউজিংয়ের বাসা থেকে আরেফিন রুমিকে গ্রেপ্তার করে পুলিশ।
বেশ কয়েক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গত সপ্তাহে দেশে ফেরেন আরেফিন। এক স্ত্রীর বর্তমানে দ্বিতীয় বিয়ে করে বেশ আলোচিত হন রুমি।