আমি কবিতার কাছে
নবজাতকের নগ্নতায় নতজানু হবো
আমি কবিতার কাছে
নতজানু প্রার্থনার নির্জনতায় নগ্ন হবো
সংসার আমাকে যে শব্দরাজী দিয়েছে
তার গভীরে সরবর আছে স্বপ্নহীণ
সে জলের সবুজ পত্রাবলীর ছায়া পড়ে না
প্রিয়তম আমায় শব্দহীন
চুম্বনের যে শব্দে জাগিয়েছিল তা
ফিরিয়ে নিয়েছে নিঃশব্দে
তোমার অমিত স্পর্শ দিয়ে ওষ্ঠে
আমার অপমানের চিহ্নটুকু মুছে দাও
আমাকে নূতন শব্দ দাও
আমাকে তোমার নগ্নতার সবটুকু দাও