
উইমেন চ্যাপ্টার ডেস্ক: ঈদকে সামনে রেখে বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনে ২০ জন পোশাক শ্রমিক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাভারের লিবার্টি ফ্যাশনস নামে এক তৈরি পোশাক কারখানার সামনে বেতন বোনাসের দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে পুলিশ বাধা দেয়। এসময় আধা ঘন্টাব্যাপী সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন শ্রমিক আহত হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারখানাটি আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কয়েকদিন আগে ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে ব্যাপক শ্রমিক বিক্ষোভের মুখে মালিক সংগঠনগুলো ঈদের আগে সকল বকেয়াসহ বেতন বোনাস দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেন।