লিবিয়ার প্রধানমন্ত্রীকে অপহরণ

_Zeidan-libya_2524432b
ফাইল ফটো

উইমেন চ্যাপ্টার: লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জেইদানকে কিছু অজ্ঞাত সশস্ত্র লোকজন অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। লিবিয়া সরকারের ওয়েবসাইটে এই তথ্য জানানো হলেও বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

লিবিয়া থেকে প্রাপ্ত খবরে বলা হচ্ছে, রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে প্রধানমন্ত্রীকে অপহরণ করা হয়। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আবার কিছু রিপোর্টে তাকে আটক রাখা হয়েছে বলে জানানো হচ্ছে।

এদিকে সিএনএন একজন স্থানীয় হোটেল ক্লার্কের বরাত দিয়ে বলছে, বন্দুকধারীরা বেশ কয়েকটি গাড়ি নিয়ে হোটেলে প্রবেশ করে এবং মি. জেইদানকে তুলে নিয়ে যায়। তবে এসময় কোনো গুলি বিনিময়ের ঘটনা ঘটেনি। তারা অন্য কারও সমস্যারও সৃষ্টি করেনি। অপর একজন নিরাপত্তা রক্ষী ঘটনাটিকে ‘গ্রেপ্তার’ বলে উল্লেখ করেছেন।

গত মঙ্গলবারই মি. জেইদান লিবিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে পশ্চিমা দেশগুলোর প্রতি সাহায্যের আবেদন জানান। বিবিসির সাথে এক সাক্ষাতকারে তিনি বলেন, লিবিয়াকে জঙ্গিরা অস্ত্রের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। তার দেশের মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে অস্ত্র রপ্তানি হচ্ছিল বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন। এর পরপরই তাকে অপহরণের ঘটনা ঘটে।

শেয়ার করুন: