উইমেন চ্যাপ্টার ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের তিন নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। আটককৃতরা জঙ্গি সংগঠনটির আঞ্চলিক দায়ীত্বশীল।
মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, সিডি ও জেহাদী বই জব্দ করা হয়।
র্যাব-৫ কোম্পানী কমান্ডার মেজর সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজারে অভিযান চালিয়ে সেকান্দর আলীর ছেলে মোঃ ইব্রাহিম (৩৩), আব্দুর রউফের ছেলে ফারুক হোসেন (৩২) ও আফসার উদ্দীনের ছেলে সাদেকুল ইসলামকে (৩২) আটক করে। তিনটি পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। তারা পূর্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র সঙ্গে যুক্ত ছিল।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।