উইমেন চ্যাপ্টার: সিরিয়ার উপ প্রধানমন্ত্রী কাদরি জামিল বলেছেন, দেশটির গৃহযুদ্ধ এমন এক পর্যায়ে আছে যেখানে সরকার ও বিদ্রোহী গোষ্ঠী কেউই জয়লাভ করতে পারবেনা। কারণ তারা ততোটা শক্তিশালী নয়।
যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় যে কোন শান্তি আলোচনায় সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হতে পারে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাসায়নিক অস্ত্র নির্মূলের ব্যাপারে সিরিয়াকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মিঃ জামিল জোর দিয়ে বলেছেন যে সিরিয়ায় পরিবর্তন হচ্ছে। তিনি বলেন, চাপ প্রয়োগ নয়, সিরিয়ার এখন সমর্থন প্রয়োজন।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সাংবাদিকদের জানান, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের বিষয়ে বিতর্কের আর কিছু নেই।
তিনি বলেন, আগস্ট মাসে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তার জন্য দায়ী সিরিয়ার সরকার এবং আগামী সপ্তাহের মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
মিঃ কেরি বলেন, ‘ সিরিয়ায় সারিন ব্যবহৃত হয়েছে এবং তা মানুষ হত্যা করেছে। যে সরকারের কাছে অস্ত্রসম্ভার আছে রকেট আছে, সে নিজ দেশের বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে জানেনা। তারা সারিন ব্যবহার করে নিজ দেশের মানুষ মারছে।‘
তিনি বলেন, এখন আর বিতর্কে না জড়িয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার সময়। পুরো বিশ্ব দেখছে সামরিক অভিযান না চালিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এ বিষয়ে আমরা সমাধানে আসতে পারি কিনা।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দৃঢ বিশ্বাস যে সিরিয়ান সরকার রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রতিশ্রুতি রক্ষা করবে, যদিও এ বিষয়ে তিনি একেবারে শতভাগ নিশ্চিত নন।
তবে তারা যাতে এই দায়িত্ব শেষ করতে পারে, সেটি পর্যবেক্ষণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্যের দায়িত্ব নেয়ার আহবান জানিয়েছেন।