উইমেন চ্যাপ্টার ডেস্ক: নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে দুই দিনের প্রচারাভিজানের দ্বিতীয়দিনে সজীব ওয়াজেদ জয় এখন মধুপুরে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান। মধুপুরের রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই জনসভার মঞ্চে জয়কে স্বাগত জানান খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
মধুপুরের পথে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জয়কে স্বাগত জানিয়ে সাঁওতালী নৃত্যের মধ্যে দিয়ে জয়কে নিয়ে যাওয়া হয় জনসভামঞ্চে।
ময়মনসিংহ থেকে টাঙ্গাইল যাওয়ার পথে পথসভায় বক্তৃতা করেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করেছে। তাদের রায় হয়েছে। সাজা হয়েছে। এখন শুধু কার্যকর করা বাকি।
তাই দেশকে যুদ্ধাপরাধীমুক্ত করে একাত্তরের কলঙ্ক মুছতে আবার আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করতে জনসাধারণের প্রতি আহ্বান করেন তিনি।
সামনের নির্বাচনকে ‘কোন সাধারণ নির্বাচন নয়’ উল্লেখ করে জয় বলেন, সামনের নির্বাচনে আওয়ামী লীগ আসলেই দেশের সকল যুদ্ধাপরাধী শেষ হয়ে যাবে।
তিনি বলেন, বিএনপি বলেছে, তারা ক্ষমতায় গেলে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেবে। যদি আমরা সেটা না চাই, তাহলে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
যাত্রাপথে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মধুপুর বীজ উৎপাদন কেন্দ্রে কিছুক্ষণ যাত্রাবিরতি দেন।
আজ মধুপুর রানী ভবানী স্কুল মাঠের জনসভা শেষে জয় টাঙ্গাইল ভাসানী হলে আরেকটি সভায় জয় অংশ নেবেন। এরপর বিকালে মির্জাপুর আবদুল গণি স্কুল মাঠ ও চন্দ্রায় দুটি পথসভায় অংশ নেয়ারও কথা রয়েছে তার।